চট্টগ্রাম-৫ হাটহাজারী থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি দুবাই সফরে গেলে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত হাটহাজারীবাসীর উদ্যোগে প্রবাসীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এতে প্রবাসী কমিউনিটি নেতারা নিজেদের নানা সমস্যা সাংসদের সামনে তুলে ধরেছেন। নানা বিষয়ে আলোচনা এবং পরামর্শমূলক বক্তব্য রাখেন- প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
মোহাম্মদ সেলিম সিআইপির সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন- হাটহাজারী সমিতি ইউএইর সভাপতি মো. ইয়াকুব, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
সাবেক সভাপতি নজরুল হাসান, আলহাজ্ব মো. ওসমান গণি।
বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরু, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, ইসমাইল গণি চৌধুরী, শাহ মো. মাকসুদ, শাহাদাত হোসেন, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, আজম খান, হাজী সেলিম। মতবিনিময়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটে অবস্থানরত কমিউনিটি নেতারা মিলিত হন এবং নিজেদের কল্যাণকর নানা বিষয়ে একমত হয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত করেন।