চকোরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়ন হাজিয়ান আদর্শ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
রোববার (২৭মার্চ) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু হুরায়রার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ শাকের আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু আইয়ুব আনসারী, স্থানীয় এমইউপি হাজী নুর মোহাম্মদ, চকরিয়া শেখ রাসেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু তৈয়ব, বিশিষ্ট সমাজসেবক মাসুদ রেজা, মকসুদ আহমদ ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবু ফয়েজ মোঃ রিপন। এসময় উপস্থিত দৈনিক বাংলাদেশের আলো চকোরিয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ, দৈনিক সংগ্রামের চকোরিয়া প্রতিনিধি শাহজালাল শাহেদ, প্রবাল শিল্পী গোষ্ঠীর সাবেক সহকারী পরিচালক মুহাম্মদ আবু তৈয়ব আজাদ প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন সিকদারের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।