দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।শুক্রবার (১১ মার্চ) সকালে রাউজানের অংশ সর্ত্তার ঘাট এলাকায় ৪’শ কেজি কার্প জাতীয় মাছ পোনা অবমুক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,পৌর কাউন্সিলর কাজী ইকবাল,বশির উদ্দিন খাঁন,আলমগীর আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইরফান আহম্মদ চৌধুরী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল,যুবলীগ নেতা সুমন দে প্রমুখ।