1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়েজিদ লিংক রোড ও ছিন্নমূল এলাকায় বেপরোয়া ভুমিদস্যু মুনির, - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বায়েজিদ লিংক রোড ও ছিন্নমূল এলাকায় বেপরোয়া ভুমিদস্যু মুনির,

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৪০ বার

বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা তরান্বিত করতে সরকার ঘোষিত মাষ্টার প্ল্যান বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে বায়েজিদ -ফৌজদারহাট লিংক রোড একটি যুগোপযোগী উন্নয়ন প্রকল্প হিসেবে সার্বিক মহলে প্রসংশা অর্জন করতে সক্ষম হয়েছে। সম্প্রতি এই বায়েজিদ -ফৌজদারহাট লিংক রোডটি যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির পাশাপাশি কিছুটা বিড়ম্বনার কারণ হয়ে দাড়িয়েছে। এই রোডের ব্যস্ততা যতটা বেড়ে গেছে তার সাথে বেড়েছে চলছে নানান অপকর্মের সাথে পাল্লা দিয়ে ভুমিদস্যু চক্রের অপতৎপরতা। বায়েজিদ -ফৌজদারহাট লিংক রোড সংলগ্ন ছলিমপুর ছিন্নমূল এলাকা নিয়ে গড়ে উঠেছে ছোট বড় কয়েকটি ভুমিদস্যু চক্রের সন্ত্রাসী বাহিনী যাদের অপতৎপরতায় অতিষ্ট হয়ে পরেছে স্থানীয় বাসিন্দারা। ছিন্নমূল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং ভুমিদস্যু কাজী মশিউর রহমান র‍্যাবের হাতে আটক হওয়ার পরে এই এলাকায় সন্ত্রাসী মুনির হোসেন এর আধিপত্য বিস্তারে যেন অনেকটা বিপাকে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরশ প্রশাসনের কর্মকর্তারা। এই ভুমিদস্যু মুনির সরকারি খাস জায়গা দখলকে নিজের অর্থ উপার্জনে রীতিমতো বিলুপ্ত জমিদারি প্রথায় পরিণত করেছে। এই ভুমিদস্যু মুনির হোসেন কয়েক বছরের মধ্যেই বায়েজিদ- ফৌজদারহাট লিংক রোডকেই টাকা বানানোর একমাত্র অবলম্বন হিসেবে নিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এই মনির হোসেনের জন্ম বরিশালে হলেও ২০০০ সালের শুরুতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে ভাংগারি ব্যবসা দিয়ে শুরু হলেও হঠাৎ ফটিকছড়ি এলাকায় জায়গা জমির ফটকাবাজী ব্যবসায় জড়িত হয়ে পরে।

ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকায় জায়গা জমি ব্রোকারের করতে গিয়ে প্রবাসীদের বিশাল অংকের টাকা হাতিয়ে চলে আসেন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায়। এই আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যায় অল্পদিনে। মাদকের ব্যবসা ও সেবনে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে কয়েকবার কারাগারে যায়। কারাগারেই পরিচয় ঘটে সিতাকুন্ড উপজেলার ছলিমপুর ছিন্নমূল এলাকার প্রতিষ্ঠিত ভুমিদস্যু চক্রের সন্ত্রাসী খুনসহ ২৬টি মামলার আসামি কাজী মশিউর রহমান এর সাথে এবং তার ছত্রছায়ায় পাহাড়ের জমি দখল করে নামে বেনামে বিক্রয় করে রাতারাতি বিশাল অংকের টাকার মালিক বনে যায়। দীর্ঘদিন যাবত জায়গা জমির ফটকাবাজ এই মুনির হোসেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার নাম ব্যবহারকে অভিনব একটি কৌশল হিসেবে ব্যবহার করে দখলে নিয়েছিল সাধারণ মানুষের জমি এবং পাহাড়ি খাস জায়গা। ভুমিদস্যু মুনির খাস জায়গা দখলে প্রশাসনের কর্মকর্তাদের নাম ব্যবহার করে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করা এবং তার যাবতীয় কাজে প্রশাসনের কর্মকর্তাদের নাম ব্যবহার করে যার ফলে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয় প্রশাসনের কর্মকর্তাদের। এছাড়াও খোঁজ নিয়ে জানা যায় মনির হোসেনের বাড়ি গাড়ি ছাড়াও শহরের বায়েজিদ এলাকায় গড়ে তুলেছে আলিসান বহুতল বাড়ি ও লিংক রোডে বিলাসবহুল রেষ্টুরেন্ট। ছিন্নমূল এলাকার ভুমিদস্যু কাজী মশিউর রহমান র‍্যাবের হাতে আটক হওয়ার পরে এই মুনির হোসেন অনেকটা বেপরোয়া হয়ে মশিউর রহমানের রাজত্ব নিজের কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছে। উল্লেখ্য বিষয় হলো মুনির হোসেন ছিন্নমূলের মশিউর রহমান এর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অংশীদার এবং তার যাবতীয় অর্থ জোগান দিয়ে মশিউর রহমান এর বিশ্বস্ততা অর্জন করে। সম্প্রতি মশিউর রহমান র‍্যাবের হাতে আটক করার পরে তার ছেলে শীবলুকে আটকে অভিযান অব্যাহত রেখেছে আর এই সুযোগে মশিউর রহমান এর দখলকৃত জমি ও তার আয়ের উৎস নিজের কব্জায় আনতে জোর তৎপরতা শুরু করেছে ইতিমধ্যেই। এরইমধ্যে লিংক রোডের ৬নং ব্রিজ এলাকায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করে বেপরোয়া ভাবে একটি পাহাড় কাটা চালিয়ে যাচ্ছে এবং নান্দনিক ও সুসজ্জিতভাবে রেষ্টুরেন্ট এর কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে জানতে চাইলে তিনি পুলিশের পরামর্শে সিসি ক্যামেরা স্থাপন করেছে বলে জানান এবং পাহাড় কাটার প্রসঙ্গে তিনি পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র আছে বলে জানান। উপরোক্ত বিষয় নিয়ে আকবর শাহ থানার ইনচার্জ বলেন পুলিশ কাওকে সিসি ক্যামেরা স্থাপন করে অপকর্ম করার সুযোগ দিবে না কেউ করলে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে। একই বিষয় নিয়ে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,ইতিপূর্বে এই পাহাড় কাটার অপরাধে জরিমানা করা হয়েছে এবং পাহাড় কাটার ব্যাপারে সতর্ক করা হয়েছে দ্রুতই অভিযান চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net