মানিকছড়ি উপজেলায় গত ১১ মার্চ( সোমবার) মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী যোগদান করেন।
আজ ১৪ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার যোগদানকৃত পরিচিতি সভায় সঞ্চালনা করেন উপজেলা ব্যবস্থাপক টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মোঃ ফরিদুল আলম, সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা ভুমি কমিশাার রুম্পা ঘোষ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ম্র্যাগ্য মারমা, আব্দুর রাজ্জাক, আরো উপস্থিত ছিলেন মানিকছড়ির উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলিরাণী চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ খারুল আমান বাশার,
মানিকছড়ি থানার ওসি শাহিনুর আলম, গচ্ছাবিল, তিনটহরী আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আলম, মানিকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, বাটনাতলী ইউনিয়ন আব্দুর রহিম, তিনটহরী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যছোলা ইউনিয়ন ক্যাজরী মহাজন, মানিকছড়ি উপজেলার শিক্ষক প্রতিনিধি আতিউল ইসলাম, শিক্ষক বিপ্লব চক্রবর্তী, শিক্ষক মংসাপ্রু চৌধুরী, শিক্ষক আবুল কালাম আজাদ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ আরো ৪টি ইউনিয়ন মেম্বার, সচিব, উপস্থিত ছিলেন। যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি সরকারী দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে এসেছি, সকলে কাধে কাদ মিলিয়ে কাজ জরলে দেশ এগিয়ে যাবে। আপনাদের যোগযোগীতা কামনা করছি।