খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ক্ষুদ্র ফার্ণিচার ব্যবসায়ী সমবায় সমিতি ত্রী বার্ষিকী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নিপ্রু মারমা, সাধারণ সম্পাক মোঃ ইমাম হোসেন সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ ১৪ মার্চ মোমবার দুপুর ১২টায় পুরো উপজেলায় ক্ষুদ্র ফার্ণিচার ব্যবসায়ীদের নিয়ে” মানিকছড়ি ক্ষুদ্র ফার্ণিচার ব্যবসায়ী সমবায় সমিতি” নামক সংগঠনটির পথচলা শুরু হয়।
এতে পরিচালনা করে রবিউল হোসেন, মোঃ আব্দুল হাকিমের সভাপত্বিতে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, আরো উপস্থিত ছিলেন সদর ইউপি মেম্বার ইদ্রিস ইসলাম বাচ্ছু, মেম্বার আসাদুল ইসলাম,মেম্বার আব্দুল মতিনসহ পুরো উপজেলার মানিকছড়ি উপজেলায় ক্ষুদ্র ফার্ণিচার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।