মীরসরাইয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টা উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী ’মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল।
এর পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে
উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমাত আরা ফেন্সী সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে পরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ।