রাউজানে আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের উদ্যোগে গত ৫ ও ৬ মার্চ সারাদিনব্যাপী নোয়াপাড়া আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, প্রতিষ্ঠানের একাডেমির ছাত্রদের নাত ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি আল্লামা কাজি মুহাম্মদ মাহমুদুল হক কাদেরীর সভাপতিত্বে ও গাজী শেরেবাংলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ অছিয়র রহমান আলকাদেরি।
উদ্ভোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া, বিশেষ অথিতি হিসেবে ছিলেন শাহজাদায়ে ইমাম শেরে বাংলা(রহঃ)আলহাজ্ব মাওলানা সৈয়্যদ আমিনুল হক,আলহাজ্ব সৈয়্যদ মোহাম্মদ বদরুল হক আলকাদেরি, নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন,সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, কচুখাইন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ আবুল বশর বাবুল, তাকরির করেন আহলে ছুন্নাত জামাত রাংগুনিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ রুহুল আমিন আল কাদেরী, চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলনা মোরশেদুল আলম, আনোয়ারি, চান্দগাও নজিয়ারি নঈমিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা খাইরুল আমিন চিশতী, সাবেক সুপার মাওলানা নঈমুদ্দীন হেসাইনি, মাওলানা আনছারুল হক, মাওলানা কামরুল ইসলাম, মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুল হক,মাওলানা মিজানুর রহমান, মাওলানা সরওয়ার কামাল বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা কাজী নাজমুল হক,হাজী আব্দুস সালাম,হাজী শাহ আলম,হাজী ইদ্রিস,শাহনুর মেম্বার,সহ সভাপতি মাওলানা ইয়াছিন কাদেরী,মাষ্টার জাহাঙ্গীর আলম,জহির উদ্দীন, ডাঃ ইউনুচ মিয়া, মাষ্টার ফয়সাল, জানে আলম,খোরশেদ আলম। এসময় আরো উপস্হিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউচুফ,সম্মননা গ্রহন করেন বর্তমান ইউপি সদস্য সেকান্দর হোসেন,রশীদ আহমদ, আলম,নুরুল ইসলাম,মাসুদ পরভেজ,মোহাম্মদ সোহেল প্রমুখ।শেষে মিলাদ কিয়াম তাবরুক বিতরণ এবং দেশও জাতির কল্যাণ কামনা করে আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।