স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে।রাউজান উপজেলা পরিষদের মাঠে নানা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ১৭ই মার্চের আনুষ্ঠানিকতা।শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের নিয়ে কেক কাটা,বীর মুক্তিযোদ্ধা সমাবেশ,আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার সকালে প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলায় নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,থানার ওসি আব্দুল্লাহ আল হারুণ,আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।এতে বীর মুক্তিযোদ্ধা,পৌর কাউন্সিলর,ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।