শ্রীনগরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় জমিদার যদুনাথ রায়ের বাড়িতে অবস্থিত বিক্রমপুর জাদুঘরে শহীদ সিরাজুম মুনীর-শহীদ নিজাম উদ্দিন আজাদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হক।
শুক্রবার বিকালে অগ্রসর বিক্রমপুর শ্রীনগর কেন্দ্রের সভাপতি ডাঃ আব্দুল মালেক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিব রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান,অধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার, অধ্যাপক মুহাম্মদ শাহজাহান মিয়া, ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখিকা অধ্যাপিকা ঝর্ণা রহমান,অধ্যাপক আলম শহিদ, রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী, নাসির জুয়েল, হামিদুল ইসলাম হামিদ, শাহাদাৎ হোসেন আকাশ প্রমুখ।