1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত!! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপসহীন : ডা. তাহের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি ঘোষণা সীতাকুণ্ডে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাথে শহীদ পরিবার সোসাইটি ২০২৪” এর নেতৃবৃন্দের মতমবিনিময় সম্পত্তিতে নারীর অধিকার প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথা ভাবছে সরকার: শিক্ষা উপদেষ্টা কুরবানি কাদের ওপর ওয়াজিব সার্কুলার জারি এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ হবেন নারী

শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত!!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২২৫ বার

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ পৃথক কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা , দোয়া ও মিলাদ মাহফিল এছাড়া রয়েছে প্রীতি ফুটবল খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা যায়, শনিবার পৌনে ছয়টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামীলীগ শ্রীপুর পৌরসভার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।
সকাল আটটায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো.সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর সভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার,শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ সিরাজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোহিতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আমিনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযুদ্ধ ও শহীদ পরিবারের সদস্যদেরক সংবর্ধনা দেয়া হয়।এসময় তাদের হাতে উপহার সামগ্রী ও মধ্যাহ্ন ভোজ তুলে দেয়া হয়।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ জাতীয় পতাকা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফিউদ্দিন মোড়ল, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকবর আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওয়াজ উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ কফিল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ হারুন অর রশীদ,পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net