চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যরা শপথ নিয়েছেন।
বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা নবনির্বাচিত ১১৫ জন সাধারণ সদস্য ও ৩৯ জন সংরক্ষিত আসনের নারী সদস্যসহ মোট ১৫৪ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এসময় দুজন ইউপি সদস্য অনুপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ তেরো ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথপাঠ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ্ উদ্দিন হাসান চৌধুরী, সহকারী কমিশনার সজীব রুদ্র, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল প্রমুখ।