1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুবর্ণচরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

সুবর্ণচরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২০২ বার

‘নিরাপদ সবজি গ্রহণ করুন, সুস্বাস্থ্য নিশ্চিত করুন’ এ প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরের খাসেরহাট বাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বাধন করা হয়েছে। একইসাথে নিরাপদ মাছ বিক্রির জন্যও একটি কেন্দ্র চালু করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক কার্যক্রমের উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা। নিরাপদ খাদ্য বিক্রি কেন্দ্রের কার্যক্রম অব্যহত রাখতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাকে সকল ধরনের সহযোগিতার আশ^াস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের সহযোগিতায় এবং সমন্বিত কৃষি ইউনিট, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এক কর্মসূচী চালু করা হয়।

সাগরিকার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন জানান, বর্তমানে উচ্চ মাত্রায় ক্ষতিকর রাসায়নিক বালাইনাশক ও সার ব্যবহার করে উৎপাদিত শাক-সবজি খেয়ে মানবদেহে চর্মরোগসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যার ফলে লিভার, কিডনি, রক্ত ও চর্বিতে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। শাক-সবজিতে বালাইনাশক ব্যবহার নিষিদ্ধ নয়, একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করলে এর বিষাক্ততার প্রভাব কমে যায়। তখন ওই সবজি খাওয়া অনেকটা নিরাপদ হয়। শাক সবজি চাষে জৈব সার, সবুজ সার, খামারজাত সার বেশি ব্যবহার এবং বিষমুক্ত ও নিরাপদ সবজি এবং মাছ বিক্রি কেন্দ্র থেকে পণ্য ক্রয় করার আহবান করেন তিনি।

পরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাত এর আওতায় বাজার সংযোগ কর্মশালা ও সমন্বিত কৃষি ইউনিটভ’ক্ত প্রাণিসম্পদ খাত এর আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাগরিকার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের কেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাগরিকার সহকারি পরিচালক মো. শামসুল হক, কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক, মৎস্য কর্মকর্তা শহীদুল আলম, চেয়ারম্যান ওমর ফারুক, আমিনুল ইসলমা রাজিব, আবুল বাসার, এম এ মান্নান ভ’ইয়া, সাইফুল্লাহ খসরু, বেলায়েত হোসেন, আবুল বাসার মঞ্জু ও মহি উদ্দিন চৌধুরী, উপকরণ সরবরাহকারি এনাম হোসেন, সফল খামারি কামরুল ইসলাম, কার্পজাতীয় মাছের নার্সার আজাদ মিয়া, নিরাপদ মাছ বিক্রয় কেন্দ্রের সদস্য জাফর হোসেন, কোকোডাস্ট নার্সার মিল্লাদ হোসেন, সমন্বিত কৃষি/ডিলার ইমরান, ডিলার মোস্তফা মিয়া, আবুল কাশেম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net