আজ নরসিংদী সরকারী ব্রাক্ষন্দী স্কুলের শিক্ষিকা মরহুমা ফওজিয়া ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী। মরহুমা ফওজিয়া ইসলাম( বিএবিএড) কর্মময় জিবন শুরু করেন নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে। তিনি ছিলেন প্রথম নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর ইমদাদুল হক সাহেবের সহধর্মিনী।
তিনি নরসিংদী ব্রাক্ষন্দী সরকারী স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। মরহুমা ফওজিয়া ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রেখে যাওয়া সন্তানেরা মসজিদে, মসজিদে, মিলাদ মাহফিল , বেশ কিছু মসজিদে পানি খাবার ফিল্টার,ও এলাকায় তবারক বিতরণ করেন। তিনি ছিলেন সংগিত প্রিয় মানুষ এবং একাধিক কবিতার বই লিখেছেন।
তার বাবা ছিলেন প্রক্ষাত সংগিত শিল্পি ও নজরুল গবেষক এবং সংগিত পরিচালক ওস্তাদ মফিজুল ইসলাম, ব্রাক্ষন্দী সরকারী স্কুলে শিক্ষকতা করার ফলে রেখে গেছেন হাজার হাজার ছাএ/ ছাএী এই দিনটিতে নরসিংদীতে যেন শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। মরহুমা ফওজিয়া ইসলাম ছিলেন ঢাকার পুরান টাউনের মুসলিম সম্ভান্ত পরিবারের সন্তান। তিনি নরসিংদীতে বেশ সুনামের সহিত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন । মীর ইমদাদুল হক সাহেব তার নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা ও নিজ নামে একটি স্কল প্রতিষ্ঠা করে গেছেন।