আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মন্নানের ছেলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করছে। কিডনি ও হার্টের সমস্যা নিয়ে দীর্ঘ সপ্তাহ চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর একমাত্র ছেলে আসিফ মাহমুদ চৌধুরী অয়ন(২৩)।
বৃহস্পতিবার,১০ মার্চ সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় অয়ন হাসপাতালে ইন্তেকাল করেন।একমাত্র ছেলেকে হারিয়ে পিতা বাকরুদ্ধ।তার অকাল মৃত্যুতে পরিবার,আত্নীয় স্বজন ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।আজ আসরের নামাজের পর পূর্ব বটতলী স্কুলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন ও বিভিন্ন মহলে শোক প্রকাশ করেছেন।নেতৃবৃন্দরা তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দেন।