আন্তর্জাতিক সেবা সংস্থা অ্যাসোসিয়েশন অফ এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল “( জেলা ১০২৪ ) চট্টগ্রাম,বাংলাদেশ এর অধীন এলায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস’র ২০২২-২৩ সেবা বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত এক সভায় এলায়েন্স ক্লাব অব চট্টগ্রাম প্রেস’র কমিটি ঘোষণা করেন এসোসিয়েশন অব এলায়েন্স ইন্টারন্যাশনাল ১০২৪ এর গভর্নর জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এলায়েন্সের ডেপুটি গভর্নর সিরাজুল ইসলাম আনসারী, ক্যাবিনেট জয়েন্ট ট্রেজারার আরফান চৌধুরী আপেল।
এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক মুজিব উল্ল্যাহ তুষারকে প্রেসিডেন্ট,মো. আশরাফ উদ্দিনকে সেক্রেটারী ও আব্দুল কাদের রাজুকে ট্রেজারার করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে রয়েছেন- ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, ভাইস-প্রেসিডেন্ট মোস্তফা জাহেদ, ভাইস-প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আব্দুল আউয়াল মুন্না, জয়েন্ট সেক্রেটারি জুনায়েদ হাসান, জয়েন্ট সেক্রেটারি হুমায়ূন কবীর হীরু, অর্গানাইজেশনাল সেক্রেটারি রিয়াজ উদ্দীন, আয়াজ আহমেদ সানি, বিধান দাশ, আবির আহমেদ, আব্দুল গফুর, ইকবাল ইবনে মালেক, রুবেল দাশ, তানভীর আহমেদ, মনজুর আহমেদ সোহেল, সগীর মাহমুদ, ইকবাল হোসেন, জসিম উদ্দীন, আশিক আরেফিন, আরাফাত হোসেন রনি, মুনমুন আহমেদ, শারমিন শান্তা, এরশাদ হোসেন মুন্না, রাজীব দাশ, আলাউদ্দীন, আনিসা মোস্তফা হিরাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।