খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মুসলিম পাড়া এলাকায় বৃহস্পতিবার সাড়ে বারটার সময় আবু তাহের মিয়া ও তার ছেলের ঘরে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে । আগুনে ২টিবসত ঘর সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পড়নের কাপড়ছাড়া কিছুই বাঁচাতে পারেনি। খোলা আকাশের নীচে নিঃশ্ব দুটি পরিবারের সদস্যরা।
আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গা ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।যার ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তাতক্ষনিক ২ টি পরিরারকে ৬ হাজার করে টাকার চেক ও ২ বান্ডিল করে ডেউটিন প্রদান করেছে। এবং তাদের খাস জমি থাকলে সরকারি ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য যে গুইমারা নতুন উপজেলা হওয়ায় এখনো ফায়ার সার্ভিসের কোন ইউনিট স্হাপিত হয়নি। যার কারনে গুইমারা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ হচ্ছে উপজেলার জনগন ।
তাই দ্রত ফায়ার সার্ভিস ষ্টেশন স্হাপনের দাবী জানিয়েছেন উপজেলাবাসী।