চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও মোটরসাইকেল সহ ৩ জন কে আটক করে।
গত ২৬/০৩/২২খ্রী. দোহাজারী তদন্ত কেন্দ্রের এস.আই (নিঃ)মো.বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার এস.আই (নিঃ)নুরনবী ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভা পশ্চিম জামিজুরী সাতছড়ি খাল ব্রীজের উপর অভিযান চালিয়ে ১টি পিস্তল,১টি ম্যাগাজিন,২ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল সহ ৩ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন,১। আসিফুল হক(২৩)পিতাঃমাহমুদুল হক,সাং চাগাচর দোহাজারী ১ নং ওয়ার্ড ২। আমির হোসেন(২৪)পিতাঃনুরুল ইসলাম,সাংবারুদখানা(দানু চেয়ারম্যান বাড়ি)২নং ওয়ার্ড ৩। প্রিন্স আহমেদ ইমরান,প্রঃ ইমরান(২২)পিতাঃমনজুর আহমেদ।সাং দোহাজারী ৩নং ওয়ার্ড।উভয় দোহাজারী পৌরসভা,চন্দনাইশ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।