ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বাইশমৌজা বাজারে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ ছিন্নমূল মানুষের মাঝে করোনার টিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন। এসময় প্রায় ৮ শত ছিন্নমূল মানুষের মাঝে এ টিকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, এস আই মামুন, বীরগাও ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, করোনা টিকা থেকে যেন কেউ বাদ না পড়ে তাই এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হয়।