ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বীরগাঁও সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব।
এসময় স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মোশারফ হোসেন, সাংবাদিক জহির রায়হান, কেন্দ্রীয় যুবলীগ নেতা সামসুল আরেফিন নাঈম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন উদ্দিন ও কাজী মাসুম বিল্লাহ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিন্টু, ছাত্রলীগ নেতা সুমিত চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।