ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার বড়াইল, কৃষ্ণনগর, বিদ্যাকুট, নাটঘর, শিবপুর, বিটঘর ও কাইতলা দক্ষিণ
৭ টি ইউনিয়নের সকল সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৩ জন সাধারণ সদস্য ও ২১জন সংরক্ষিত মহিলা সদস্যকে এ শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজগর আলী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, যার যার এলাকার সামগ্রিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এই জনপ্রতিনিধিদের সবধরণের সহায়তা প্রদান করা হবে।