মানিকছড়ি উপজেলায় আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক মানিকছড়ি উপজেলার স্থায়ী কমিটি,ও উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প(UGDP) স্থানীয় সরকার বিভাগ (LGD) ওজাপান ইন্টারন্যাশনাল(JICK) যৌথ উদ্যেগে ২ দিনের ৩০ জন প্রশিক্ষনার্থী নিয়ে এই প্রশিক্ষন শুরু হয়।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্ব) রুম্পা ঘোষ, মাছচাষ প্রশিক্ষক হিসাবে ছিলেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, ক্ষেত্রসহকারী মিলন কৃষ্ণচাকমা।
প্রধান অতিথি বলেন চাকুরীর পিছনে না ছোটে প্রশিক্ষন গ্রহন করে তরুনরা আজ সাবলম্বী হচ্ছে।