লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার কমিটি ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধায় বাজার কমিটির হল রুমে কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও যুবলীগের নেতা এটি এম আলমগীরে সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাজার কমিটির সভাপতি আবুল হোসেন তালুকদার, সদস্য দেলোয়ার হোসেন লিটন, লক্ষন কুমার চন্দ্র, সৈার্য কর্মকার, জাবেদ খন্দকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন রায়হান, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদসহ বাজার ব্যবসায়ী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তারা বলেন, কেক কাটার মাধ্যমে তার জন্মদিন উদযাপন করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। শুধু জন্মদিন পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সকলকে বাস্তব জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। তারা আরও বলেন, ছাত্র লীগ যুবলীগ ও সেচ্ছাসেকলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষে সাথে মিলেমিশে কাজ করতে হবে। মানুষের বিপদে আপদে এগিয়ে আসতে হবে।