1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পৈতৃক পুকুরের কাল হতে পারে ডা: শ্যামল ভট্টচার্য্যের মৃত্যু-এলাকায় সন্দেহের দানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

রাউজানে পৈতৃক পুকুরের কাল হতে পারে ডা: শ্যামল ভট্টচার্য্যের মৃত্যু-এলাকায় সন্দেহের দানা

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২১৮ বার

রাউজানে হোমিও চিকিৎসক শ্যামল ভট্টচার্য্যের রহস্য জনক মৃত্যু নিয়ে চলছে নানা গুনজন। গত ২২ মার্চ মঙ্গলবার দুপুরে বাড়ীর অদুরে কাসেম সুলতানা হোমিও ফ্রি দাতব্য চিকিৎসালয়ে তার রহস্যজনক মৃত্যু হয়। এলাকায় প্রচারনা চলানো হচ্ছে এটি আত্মহত্যা। অপরদিকে তার স্ত্রী ইলা ভট্টচার্য্য দাবি করেছেন তার স্বামীকে মেরে চেম্বারের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, তার চেম্বারে স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে আমি যায়। তার পা চেম্বারের ফ্লোরের সাথে লাগানো ছিল। তার পায়ের আঙ্গুল জখমের দাগ রয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। ময়না তদন্ত শেষে গত ২৩ মার্চ বুধবার চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পাড়স্থ শ্মশানে শ্যামল ভট্টচার্য্যরে মরদেহ দাহ করা হয়। ঘটনার পর পুলিশ ইলা ভট্টচার্যের কাছ থেকে একটি লিখিত কাগজে দস্তখত নিয়েছে বলে ইলা ভট্টচার্য্য দাবী করছেন। রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসক শ্যামল ভট্টচার্য্যরে লাশের ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত তাকে হত্যা করেছে মর্মে কোন মামলা নিতে পারবনা। ময়না তদন্ত রিপোর্টে হত্যা আসলে তখন মামলা রেকর্ড করা হবে। হত্যাকান্ডের সাথে জড়িত যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনগতঃ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকার লোকজন ও শ্যামল ভট্টচার্য্যরে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, হোমিও প্যাথিক চিকিৎসক শ্যামল ভটটচার্য্যরে বসতবাড়ীর সামনে পুরাতন ৬৫ শতক আয়তনের একটি পৈতৃক পুকুর রয়েছে। গত চার আগে শ্যামল ভট্টচার্য্যরে চাচাত ভাই সুকান্ত ভট্টচার্য্য থেকে ৮শত পুকুরের অংশ ক্রয় করেন। টিপু নামের এক ব্যক্তিকে জায়গাটি কিনে দিয়েছিলেন বেরুলিয়া এলাকার লিটন নামে এক ব্যক্তি। ক্রয়কৃত পুকুরের অংশ দেখাশুনা করত লিটন। সম্প্রতি পুকুরের অনান্য অংশিদারের সাথে কোন পরামর্শ বা তাদের মতামত না নিয়ে রিটন পুকুরটি সেচ পাম্প বসিয়ে পানি ফেলে দিয়ে পুকুরের সব মাছ নিয়ে যায়। পরে পুকুরটি ভরাট করার প্রচেষ্টায় মেতে উঠে। এ ঘটনা নিয়ে লিটনের সাথে প্রয়াত শ্যামল ভট্টচার্যের একাধিকবার বাক বিতান্ডা হয়। সর্ব শেষে গত ১৮ মার্চ শুক্রবার রিটনের বাক বিতান্ডা হয় । তখন লিটন শ্যামল ভট্টচার্য্যকে লাি ত করে। এঘটনার চারদিন পর দিন দুপুরে চিকিৎসা চেম্বারে শ্যামল ভট্টচার্য্যরে রহস্য জনক মৃত্যু হয়। মৃত্যুর পর এলাকায় সাধারন মানুষের মধ্যে চিকিৎসক শ্যামল ভট্টচার্য্যকে হত্যা করেছে না আত্ম হত্যা করেছে তা নিয়ে সন্দেহের দানা বেধেছে। হোমিও প্যাথিক চিকিৎসক শ্যামল ভট্টচায্য রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার প্রয়াত দেবর্শন ভট্টচায্যের পুত্র । তার এক ছেলে সন্তান মিঠুন ভট্টচার্য্য একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সেই ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করেন। এক কন্যা সন্তান চীনে স্কলারশিপ নিয়ে লেখপাড়া করছেন। হোমিও চিকৎসক শ্যামল ভট্টচার্যের স্ত্রী ইলা ভট্টচায্য স্বামীর মৃত্যুর পর থেকে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net