‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে রাজবাড়ী নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।স্বাধীনতা অর্জনের পাঁচ বছর পর থেকেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিদেশে কর্মী পাঠাতে শুরু করে৷ এই ৫০ বছরেও অভিবাসন প্রক্রিয়া নিরাপদ হয়নি৷ নানা আইন-কানুন হলেও বিদেশে পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন মানুষ৷
আশাভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরে আসছেন অনেকে৷ অনিরাপদ উপায়ে অভিবাসনে এমনকি প্রাণ হারাচ্ছেন কেউ কেউ৷ ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বিদেশে যাওয়া নারী শ্রমিকরা৷ বিশ্লেষকরা বলছেন, নিরাপদ অভিবাসনই এখন বড় চ্যালেঞ্জ৷
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মার্জিয়া সুলতানা,ইমদাদুল হক বিশ্বাস উপজেলা চেয়ার ম্যান রেজাউল করিম সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশত্তি আফিস ফরিদপুর,প্রমুখ
কারিগরি শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকেরা ব্যস্ত। তবে দিন পাল্টেছে। এখন শুধু শিক্ষিত হলেই চলবে না, কর্মক্ষেত্রে সাফলতা পেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের বিকল্প নেই।
সাধারণ শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে অনেকে বেকার ও দুঃসহ জীবনযাপন করছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কারিগারি শিক্ষায় নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
কর্মশালায় কারিগরি শিক্ষার ওপর জোর দেন বক্তারা। তারা বলেন, দেশের প্রতিটি জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে। অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।