খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন কমিটির লীন প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পরিকল্পনা (২০২২-২০২৩) প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
২৩ মার্চ হাফছড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্ধোধন করেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী।
উপস্থিত ছিলেন হাফছড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহিম মজুমদার, এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান সদস্য সদস্যাবৃন্দ ও সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
কর্মশালার সঞ্চালক ছিলেন লীন প্রকল্পের গুইমারা উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা।