রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের উত্তর ডাবুয়া এলাকায় হযরত এয়াছিন শাহ (রাঃ)”র মাজারের ওরশের খরচের উদ্বৃত্ত টাকা দিয়ে নির্মাণ করা হয় এয়াছিন শাহ (রাঃ) নুরানী মাদ্রাসা।নির্মাণের পর ২০২১ সালের জানুয়ারী মাস থেকে চালু করেন এই নুরানী মাদ্রাসা।উক্ত মাদ্রাসা পরিচালনার জন্য সরকারি সহায়তা কামনা করা হয়। ওরশ পরিচালনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা ৩২ শতক জমি ক্রয় করে হযরত এয়াছিন শাহ (রাঃ) এর মাজারের সামনে একটি পাকা ভাবন, একটি সেমি পাকা ভবন নির্মান করে এই নুরানী মাদ্রাসা চালু করেন।ডাবুয়া ইউনিয়নের মেম্বার ওরশ কমিটির কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, প্রতি বৎসর ওরশের জন্য এলাকার মানুষের কাছ থেকে নেওয়া টাকা একটা অংশ রেখে উক্ত টাকা দিয়ে নির্মাণ করা হয় এই মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে একশত টাকা ফি নিয়ে তিনজন শিক্ষকের মাধ্যমে ১শত ২০ জন ক্ষুদ্বে শিক্ষার্থীকে পাঠদান করানো হচ্ছে।দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে কোন ফি নেয়া হয় না। শিক্ষার্থীদের পাঠদানের জন্য নুরানী শিক্ষা বোর্ড অনুমোধিত পাঠ্যবই নিজেদের টাকা দিয়ে ক্রয় করে দেয়া হয়।
হযরত এয়াছিন শাহ নুরানী মাদ্রাসার সুপার মাওলানা ইকবাল হোসেন বলেন, ১শত ২০ জন শিক্ষার্থীকে তিন জন শিক্ষক নুরানী, ১ম শ্রেণী ও ২য় শ্রেণীতে আলাদা আলাদা ভাবে পাঠদান করছে। মাদ্রাসার চালু করার পর থেকে সরকারী কোন সহায়তা পায়নি বলে জানান তিনি।