1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘শিশুশ্রম ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

‘শিশুশ্রম ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

ঘাসফুলের শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জেসমিন বাপ্পি চট্টগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩৮ বার

চট্টগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুলের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আজ সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোশনের ওয়ার্ড পর্যায়ে গঠিত শিশু সুরক্ষা কমিটির সদস্যদের অংশগ্রহনে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিটির রৌফাবাদ ইউনিটের সভাপতি আলহাজ্ব আব্দুল নবী। অনুষ্ঠানে ঘাসফুলের প্রোগ্রাম সমন্বয়কারী সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও জেলা শিশু পরিবিক্ষণ কমিটির সদস্য জনাব নুরুল আবছার ভুঁঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো: আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন- ব্র্যাকের জেলা প্রতিনিধি মো: আবদুল কাহ্হার, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, কারিতাসের প্রোগ্রাম অফিসার এমদাদুল ইসলাম চৌধুরী, সংশপ্তকের উপ-পরিচালক অগ্রদূত দাশগুপ্ত, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো: মনজিলুর রহমান। আলোচনায় বক্তারা বলেন- ওয়ার্ড ভিত্তিক ঘাসফুলের সহযোগিতায় গঠিত শিশু সুরক্ষা কমিটির যথাযথ সামাজিক উদ্যোগ গ্রহণে চট্টগ্রাম শহরে সত্যিকার অর্থে শিশু সুরক্ষা নিশ্চিত ও শিশুশ্রম কমিয়ে আসবে বলে মনে করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- শিশু অধিকার সনদ ও আন্তর্জাতিক চুক্তির সাথে সমন্বয় করে কাজ করলে দেশ এগিয়ে যাবে। সরকার শিশু সুরক্ষায় ও শিশুশ্রম প্রতিরোধে কাজ করছে। নারী ও শিশু নির্যাতনে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা বর্তমানে অনেক দৃশ্যমান কাজ করছে। শিশুশ্রম ও শিশু সুরক্ষা বিষয়ে সকলের সমন্বয় প্রয়োজন। বিশেষ অতিথি ও আলোচকরা বলেন- শিশু সুরক্ষা ও উন্নয়নে শুধুমাত্র প্রকল্পের মধ্যেই সীমাব্ধ থাকলে হবেনা নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, এবং শোষণ প্রতিরোধকল্পে ইতিবাচক ও সহায়ক সমাজিক আদর্শের অনুশীলন ও উন্নয়ন প্রয়োজন।

শিশু সুরক্ষায় সরকারের হেলপ লাইন টুলপ্রি নম্বর ‘শিশু সহায়তা ফোন-১০৯৮,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯ এবং জরুরী সহায়তা ৯৯৯ এর কার্যকারিতা এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ের গঠিত কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এবং সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net