শুক্রবার ৪ (মার্চ) সকাল ১১ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী অনলবর্ষি বক্তা, জনবান্ধব ও সংবাদকর্মিপ্রিয় নেতা শ্রীপুর পৌরসভার অভিবাবক মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান তাঁর মাধখলাস্হ নিজস্ব মেয়র ভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনের শুরুতে আলহাজ মোঃ আনিছুর রহমান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চার নেতা, জেলা ও উপজেলার প্রয়াত নেতাকর্মিদের স্বরন করেন এবং বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।
সংবাদ সম্মলনে আগামী ৮ মার্চ শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে শ্রীপুর আওয়ামীলীগের দায়িত্ব নিতে পুনঃরায় সভাপতি প্রার্থীতা ঘোষনা ব্যক্ত করে তিনি বলেন,
ইতিপূর্বে শ্রীপুর আওয়ামী রাজনীতিতে তার সাংগঠনিক কর্মকান্ড এবং বর্তমান প্রয়োজনীয়তা তৃনমুলের নেতাকর্মিদের কাছে ছেড়ে দিয়েছি।প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার নেত্রী ও রাজনৈতিক অভিবাবক দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা আমার উপর বিশ্বাস এবং আস্হা রেখে যতবারই নৌকা প্রতীক তুলে দিয়েছেন ততবারই আমার প্রানের তৃনমুলের নেতাকর্মিরা শ্রীপুরবাসিকে সাথে নিয়ে আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বাস ও আস্হার মর্যাদা হিসেবে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরবাসীর সেবা করতে সুযোগ দিয়েছেন।
সম্মেলনে সংবাদকর্মিদের আন্তরিকতা ও সহযোগীতার কথা স্মরণ করিয়ে বলেন, আমার পরিবারে ৪৩ জন বীরমুক্তিযোদ্ধা এ দেশের স্বাধীনতার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে সরাসরি যোদ্ধ করেছেন।দেশের প্রতি তাদের ত্যাগ এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করে আসছি। রাজনীতি করতে যেয়ে আর সবার মত অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্বেও নানা সীমাবদ্ধতার কারনে করতে হয়তো পারিনি। আপনাদের গঠনমুলক লেখনি ও সু- চিন্তিত মতামতের কারনে আমি আজকের আপনাদের আনিছ ভাই। আগামী ৮ মার্চ শ্রীপুর আওয়ামীলীগের সম্মেলন আপনাদের সু- চিন্তিত ও দুঢ়দৃষ্টির মাধ্যমে একজন যোগ্য ও দক্ষ নেতা নির্বাচিত করতে আপনাদের ক্ষুরধার লেখনিতে তুলে এনে আওয়ামীলীগের দৃষটিতে নিয়ে আসবেন পাশাপাশি আমার শ্রীপুরের সকল পর্যায়ের প্রিন্ট ও ইলেক্টনিক নিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিদের উপস্হিত থেকে সম্মলনকে সফল ও সার্থক করতে সহযোগিতা করবেন।আমি আপনাদের কাছে মাধ্যমে অঙ্গিকার করতে চাই তৃনমুলের নেতাকর্মীদের সমর্থন এবং আপনাদের ভালোবাসায় আসন্ন সম্মেলনে আমাকে সভাপতির দায়িত্ব দেয়া হয় তবে আপনাদের সকলের সু- পরামর্শ ও গঠনমুলক দিকনির্দেশনা এবং আমার প্রানের তৃনমুল, জেলা ও কেন্দ্রীয় নেতাদের সম্বনয়ে শ্রীপুর আওয়ামীলীগকে শক্তিশালী এবং শ্রীপুরবাসীর কাছে গ্রহনযোগ্য সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টা করব। ইনশাল্লাহ।
সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ মোঃ খলিলুর রহমান সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং স্হানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্হানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্হিত ছিলেন।
ত্রি- বার্ষিক সম্মেলনে মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান ছাড়াও সম্মেলনে সভাপতি/ সম্পাদকের দৌড়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দল জলিল বি, এ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ এডঃ সামছুল আলম প্রধান, উপজেলা যুগ্ন আহবায়ক হুমায়ন কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও শওকত উসমান ঢালীর নাম নেতাকর্মীদের মুুুখে চাউর রয়েছে।
৮ মার্চ শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মাননীয় যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, উদ্ভোধক হিসেবে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্ম্মেল হক এবং প্রধান আলোচক গাজীপুর- ৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ উপস্হিত থাকার কথা রয়েছে।উল্লেখ্য ইতিপূর্বে শ্রীপুর আওয়ামীলীগের সম্মেলনের তারিখ একাধিকবার ঘোষনা দিলেও অনিবার্য কারনে সম্মেলনের ঘোষিত তারিখ স্হগিত করা হয়।