1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হযরত গোলামুর রহমান মাইজভান্ডরীর ফকির গুহা আস্তানা শরীফে ওরশ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ কৃষি ব্যাংকে দুর্নীতির রাজত্ব, নেতৃত্বে জাহিদ হোসেন দক্ষ-কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে যে পদ খালি রাখলো ছাত্রদল ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ আইন উপদেষ্টার পদত্যাগ দাবি জুলাই শহীদ স্বজনদের ২০২৪-২৫ অর্থবছরে বিমানে রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফা ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা, ভিপি বিন ইয়ামিন-জিএস সাবিনা ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা পরিবেশবান্ধব চাষাবাদে মৎস্যখাতকে সমৃদ্ধ করা সম্ভব : ড. ইউনূস সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

হযরত গোলামুর রহমান মাইজভান্ডরীর ফকির গুহা আস্তানা শরীফে ওরশ সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার

আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম অলি হযরত গোলামুর রহমান মাইজভান্ডরী (প্রকাশ বাবা ভান্ডারী) আস্তানা শরীফের বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ মার্চ শনিবার রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ফকির গুহা আস্তানা শরীফে নানা আয়োজনে এই বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল ও চেমা মাহফিল।

পোড়া বাজার এলাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি ওলামা পরিষদের সদস্য মাওলানা গোলাম মোস্তাফা শায়েস্তা খান আহজারী মাইজভান্ডারী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দোহা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের শাহজাদা ডা. সৈয়দ মিফতাহুন নুর মাইজভান্ডারী, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম।বক্তব্য রাখেন আস্তানা শরীফের খাদেম গোলাম সরওয়ার, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, শাহাবুদ্দিন, মোহাম্মদ মন্নান, ফোরকান কোম্পানি, জামাল কোম্পানি, ওসমান কোম্পানি, আহমেদ ছাপা সওদাগর, তছলিম উদ্দিন, মোহাম্মদ ওসমান প্রমুখ। জানা যায়, গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী একজন সাধক পুরুষ ছিলেন। তিনি আজ থেকে শত বছর আগে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ী গহিন অরন্যের ফরিদ খালী খালের পাশে পাহাড়ের গুহায় কঠিন রেয়াজতে মগ্ন ছিলেন। তিনি ওখানে দীর্ঘদিন মানবশুন্য পর্বত শিখায় সাধনা করে আল্লাহর নৈকট্য লাভ করেন। বর্তমানে এই এলাকাটি ফকির গুহা নামে পরিচিত।

আধুনিক ও তথ্য প্রযুক্তির এই বিশ্বে বাবা ভান্ডারীর আস্তানায় জিয়ারত করতে প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয়। বর্তমানে আস্তানা শরীফে যাওয়ার পথে বিচ্ছিন্ন কিছু পাহাড়ী আদিবাসীদের বসতি গড়ে উঠলেও সেখানে কোন বাঙ্গালীর পরিবারের বসতি নেই। রাউজান উপজেলার শেষ সীমান্তবর্তী হলদিয়া ইউনিয়ন অতিক্রম করে কাউখালী উপজেলার ডাবুয়া ইউনিয়নের পোড়া বাজার পযর্ন্ত গাড়ী নিয়ে যাওয়া যায় । সেখান থেকে ফরিদ খালী খালে হাটুজল দিয়ে পায়ে হেঁটে চার কিলোমিটার পথ অতিক্রম করলে কাউখালীর ফটিকছড়ি ইউনিয়নের বাবা ভান্ডরীর আস্তানা শরীফ। এই আস্তানা শরীফে প্রতিদিন শতশত ভক্ত আশেকদের পদচারনায় মুখরিত হয়। প্রতি বছর ৫ মার্চ বাবা ভান্ডারীর ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে মাইজভান্ডার দরবারের অনুসারীরা কঠিন পথ পাড়ি দিয়ে মনের বাসনা পূর্ণ করতে সমবেত হয়। খতিত আছে তিনটি গুহায় বাবা ভান্ডারী কঠিন রিয়াজন করেন। এই তিনটি উচ্চু পাহাড়ের গর্তে আগত ভক্তরা জিয়ারত করেন। এছাড়া মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে বাবা ভান্ডারীকে স্মরণ করেন। লোকমুখে প্রচলিত আছে সেখানে হযরত গোলামুর রহমান বাবা ভান্ডারী দীর্ঘ ১২ বছর কঠিন রেয়াজত করেন। সেখানে তিনি রেয়াজত শেষ করে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের অপর দুর্গম পাহাড়ী এলাকা বটপুকুরিয়া এসে আবোরো কঠিন রেয়াজত শুরু করেন। পরবর্তীতে মাইজভান্ডারী ত্বরিকার প্রর্বতক হযরত গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর নির্দেশে বটপুকুরিয়া থেকে মাইজভান্ডার দারবার শরীফে নিয়ে যাওয়া হয় এই আধ্যাত্মিক সাধককে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net