ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
সোমবার (৭মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে হাটহাজারী পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানগণ ভিন্ন ভিন্ন আয়োজন করেছে। কলেজসমূহ, স্কুল, সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি স্বতন্ত্র আয়োজন করেছে এই দিবসটি উপলক্ষে।
উপজেলা হলরুমে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মোক্তার বেগম মুক্তা, হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, কৃষি অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, তথ্যসেবা কর্মকর্তা, রিসোর্স ইন্সট্রাক্টর, সমাজ সেবা কর্মকর্তা, পিআইও, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও ডিফেন্স পরিচালক, যুব-উন্নয়ন অফিসার, উপ-সহকারি প্রকৌশলী, সেটেলমেন্ট, উপ-খাদ্য পরিদর্শক, ইএসডিও প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি, কেন্দ্রীয় আয়োজনের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপজেলা প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শ্রবণ, অনুষ্ঠান উপভোগ। পরে ঐতিহাসিক ও জাতীয় এ দিবসকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।