1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৮ই মার্চ আর্ন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরে সফল প্রতিবন্ধী নারী সমাজকর্মী তামজিদা পারভিন সীমাকে সন্মাননা ক্রেষ্ট প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মানসিক ভারসাম্যহীন রত্না বেগম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা  নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১

৮ই মার্চ আর্ন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরে সফল প্রতিবন্ধী নারী সমাজকর্মী তামজিদা পারভিন সীমাকে সন্মাননা ক্রেষ্ট প্রদান

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৮৯ বার

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে এবং কমিউনিটি ডেভলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র সহযোগীতায়় সফল নারী প্রতিবন্ধী সমাজকর্মী সন্মাননা ক্রেষ্ট প্রদান ও সিডিএ‘র ত্রৈমাসিক সভা সম্পন্ন।

দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, উত্তরণ প্রতিবন্ধী সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়়ন সংস্থার সভাপতি তামজিদা পারভিন সীমা, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়় প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ নেওয়াজ, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারি হামিদুর রহমান ও সম্প্রীতি উন্নয়ন প্রতিবন্ধী সংস্থার সম্পাদক হালিমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে কানিজ রহমান বলেন, মানুষ হিসেবে নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য এবং দেশের প্রচলিত বিভিন্ন আইন সম্পর্কে সকল শ্রেণী-পেশার মানুষকে মানুষ হিসেবে আগে সচেতন হতে হবে। তিনি বলেন, মায়ের পেট থেকে কেউ কাজ শিখে আসে না তাই যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়়। প্রতিবন্ধী হলেই হতাশায় থাকার প্রয়োজন নেই, স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার চেষ্টা অব্যাহত রাখতে হবে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশা আল্লাহ। যে কোনো প্রয়োজনে সহযোগিতা চাইলে আমরা আপনাদের পাশে থাকবো ।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় সংগঠনের বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকান্ডে জড়িত ৯ জন প্রতিবন্ধী সদস্য তাদের সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, এসময় তারা সহযোগিতাও চান । আলোচনা শেষে সফল নারী প্রতিবন্ধী সমাজকর্মী তামজিদা পারভিন সীমা“র হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভা প্রধান মাধুরী কুন্ডু ও জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সম্পাদক অনামিকা পান্ডে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net