নির্মমভাবে দলবদ্ধ মারপিট ও ছুরিকাঘাতে ফারুক নামীয় এক যুবক নিজ বাসায় খুন হয়েছেন হাটহাজারীতে।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১টায় হাটহাজারী উপজেলার আমান বাজারের পশ্চিমে নাজিম কলোনিতে এই ঘটনা ঘটেছে।
আইপিএল খেলার দল পছন্দ-অপছন্দের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে বিশ-ত্রিশ জনের ক্ষুব্ধ একদল যুবক নিজ বাসায় গিয়ে ফারুক (৩৫) কে চরমভাবে মারপিট করে। পালিয়ে ফারুক অল্পদূরে নিজ বাসায় প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়, সন্ত্রাসীদল দরজা ভেঙ্গে ঘরের ঢুকে পরিবারের অন্য সদস্যদেরসহ পূণরায় পেটায় তাকে, ছুরিকাঘাত করে। তারা চলে গেলে পরে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় নাজিম কোলোনি এলাকায় একটি চায়ের দোকানে খেলা দেখতেছিলো ফারুক। এর মধ্যে স্থানীয় ফয়সালের সাথে ফারুকের খেলায় পছন্দ অপছন্দের দল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে আঘাত পায় ফয়সাল।
এতে ক্ষুব্ধ ফয়সাল তার গ্রুপ সহকারি চিশতি, জিহাদ, আসিফ ও হ্নদয়সহ এমন আরো ২০-৩০ জন দলবদ্ধভাবে মধ্যরাতে ফারুকের বাসার সম্মুখে হামলা চালায় ফারুকের উপর। ভিষণ মারধর করে তাকে
জানা যায়, হামলা থেকে বাচাঁতে তার বোন এগিয়ে এলে হামলাকারীরা তার বোনকেও লাঠি এবং রড দিয়ে আঘাত করে।
নিহত ফারুকের ছোট বোন জেসমিন বলেন, ঘুষি মারতে মারতে আমার ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে’
বিলাপ করতে করতে খুনিদের ফাঁসি দাবী করে ফারুকের মা বলেন ‘এরা এলাকার ছিচকে চোর মাস্তান, এরা আমার ছেলেকে মেরে ফেলেছে।’
রাতেই সন্দেহজনক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- দ্রুতই আমরা আসামীদের চিহ্নিত করতে পারবো। এই মর্মান্তিক খুনে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না।’