চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় প্রায় ১৫ লক্ষ টাকা সমপরিমাণের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ সমিতির কার্যালয়ে সমিতির ৩শ জন সদস্যের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি ইদ্রিস মিয়া চৌধুরীর সভাপতিত্বে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জু।
অতিথি ছিলেন- যুগ্ন সম্পাদক ফারুক খান ও জাফর আলম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান ও অর্থ সম্পাদক মো ইসমাঈল।