চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ এপ্রিল বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
আলোচনায় অংশ নেন চন্দনাইশ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোজাহেরুল কাদের, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, যুগ্ন সম্পাদক সৈকত দাশ ইমন, সাংগঠনিক সম্পাদক মো. আজিমুশ শানুল হক দস্তগীর, সাংবাদিক যথাক্রমে এস. এম
রহমান, শাহাদাত হোসেন, মাঈন উদ্দিন,এস.এম.জাকির, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আরাফাত হোসেন প্রমূখ।
এ সময় সকলে মতামত প্রকাশ করেন যে, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে, মাদক, মাটির টপ সয়েল কাটা, অবৈধ বালু উত্তোলন, বাল্য বিবাহ, দূর্ণীতি অনিয়মের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে।