গাজিরচট আয়নাল মার্কেট হইতে মৌসুমী মার্কেট পর্যন্ত রাস্তা পাকাকরনের উদ্ভোধন করা হয়। আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাসা পূরনের জন্য কাচা রাস্তাটি পাকা করনের ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়।
শনিবার (২এপ্রিল) দুপুরের দিকে ধামসোনা ইউনিয়নের গাজিরচট এলাকায় আয়নাল মাকে’ট হইতে মৌসুমী মাকে’ট পর্যন্ত রাস্তাটি পোশাক শ্রমিক, স্হানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচল উপযোগী করার জন্য উদ্ভোধন করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিস্ঠাতা নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মর্ধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের পর পর নির্বাচিত জনপ্রতিনিধি (মেম্বার) মোঃ মঈনুল ইসলাম ভূইয়া, গাজীরচট স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক মুন্সি।
রাস্তাটি উদ্বোধন উপলক্ষে দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন স্হানীয় বাসিন্দারা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগন।