ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যামগ্রাম ইউনিয়ন শাখার বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. বায়েজীদ আহাম্মদ বাবুকে আহ্বায়ক, ইমাম হাসান বাতেনকে যুগ্ম-আহবায়ক ও মো. ধন মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি।
শনিবার (১৬ এপ্রিল) বিএনপি’র নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক এডভোকেট এম এ মান্নান ও সদস্য সচিব মো. নাজমুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহবায়ক মোঃ বায়েজীদ আহাম্মদ বাবু বলেন, আমরা আহবায়ক কমিটির পত্র পেয়েছি আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রত্যেক ওয়ার্ড কমিটি গঠন করা হবে।