1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া মহা রিং লং পোওয়ে ও সাংগ্রাইং জল উৎসব অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে স্পিডবোট ডুবি, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা চলছে: ফখরুল গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ : বাণিজ্য উপদেষ্টা বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে ‘সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’ জারি প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড নির্বাচনকে উৎসবমুখর করতে কাজ করছে প্রশাসন-রামগড়ে জেলা প্রশাসক আনোয়ার সাদাত আইনের পথ পেরিয়ে বিশ্বমঞ্চে: আজ তরুণ অর্ক রায়ের অনুপ্রেরণার জন্মদিন মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া মহা রিং লং পোওয়ে ও সাংগ্রাইং জল উৎসব অনুষ্ঠিত।

রাজস্থলী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৮৮ বার

রাঙ্গামাটি জেলা রাজস্থলী নিউজ ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ঐতিহ্যের হেডম্যান পাড়া উদ্যােগের মহা সাংগ্রাইং জল উৎসব বা রিং লং পোওয়ে খেলা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় হেডম্যান পাড়া মাঠ প্রাঙ্গনে মহা সাংগ্রাইং জল উৎসব শুরুতে ফিটা কাটিয়ে উদ্ধােধন করেন প্রধান অতিথি ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, বিশেষ অতিথি, উপ-পরিচালক, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডাঃ অংসুইপ্রু মারমা, সহধর্মীনি সুইনুচিং মারমা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং মারমা, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা অংটিং চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাব সাথারণ সম্পাদক চাইথোয়াইমং মারমা, ইউপি চেয়ারম্যান সহধর্মীনী ক্রানুবাই মারমা, চার পাড়া যুবক যুবতি, থুইসাচিং মারমা, উচহলা চৌধুরী, উতেসিং চৌধুরী, উবা চৌধুরী, সরকারী বেসরকারি কর্মচারী ও পাড়া স্থানীয় সহ বিভিন্ন এলাকায় হতে পুরুষ মহিলা ছোট বড় উপস্থিত ছিলেন। সাংগ্রাইংমা ঞি৷ ঞি ঞা ঞা রিং জায় কাই পামি গান টি স্থানীয় বাসিন্দা পরিবেশেন আরম্ভ করা হয়েছে। উল্লেখ্য,অনুষ্ঠানে উপস্থাপনা দায়িত্ব ছিলেন অংথুই চৌধুরী ও টিনা চৌধুরী।

এ সাংগ্রাইং মহা জল উৎসব বা রিং লং পোওয়ে প্রতিবছরে ন্যায় এবছর করা হয়।বিগত পুরান বছরে বিদায় দিয়ে নতুন বছর স্বাগতম জানান।এ রিং লং পোওয়ে মারমা সম্প্রদায় প্রধাণ জল উৎসব হিসেবে সকলে কাছে পরিচিত। বিভিন্ন পাড়া যুবক ও যুবতিরা জল কেলি উসব খেলছে। এখানে, মহিলাদের হাস ধরা খেলা,পুরুষ বাঁশ উঠা খেলা, চেয়ার মিউজিক ঁখেলা হয়েছে। স্থানীয় বাসিন্দা বিভিন্ন গানের নৃত্য পরিবেশন করা হয়। আগত সাংস্কৃতিক অতিথি ছিলেন,রাঙ্গামাটি ব্যান্ড শিল্পী জোনাকি চাকমা,রনেল মারমা পুলিশ শিল্পী ।দুলু তংচনঙ্গ্যা, পরিবেশন করা হয়েছে ।অতিথি শিল্পীরা অনুষ্ঠান কে প্রানো ঞ্জল গড়ে তুলছে।মহা সাংগ্রাইং রিং লং পোওয়ে অনুষ্ঠিত। একক গান আনন্দ সাথে গায়লেন, ডাঃ অংসুইপ্রু মারমা। এ সাংগ্রাইং প্রতিবছর ন্যায় এবার সকলে সার্বিক সহযোগিতা অনু ষ্ঠান সুন্দর হয়। মারমা সম্প্রদায় এ জল উৎসব পালন করে থাকে। প্রধান অতিথি ক্যসুইথুই চৌধুরী বলেন, এ জল উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর পরিবেশ উপভোগ করবেন।আগামীতে আরো সুন্দর পরিবেশ আয়োজন করব বলে সে জানান। বিভিন্ন খেলা ধূলা বিজয়ী মাঝে অতিথি রা পুরুষ ও মহিলাদের পুরুস্কার তুলে দেন। আজকে সাংগ্রাইং জল উৎসব আনন্দ ও মুখরিত পরিবেশের সাংগ্রাইং অনুষ্ঠানটি শেষ করা হয়েছে। আগামী তে এর চেয়ে বেশি বড় আকারে করতে সকলে কাছে প্রত্যাশায় কামনা করি। হাজার দর্শক উপস্থিত সমাগম হয়ে জল উৎসব বা রিং লং পোওয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net