কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মরিয়ম (২৮) নামের এক সন্তানের জননী তার স্বামির অত্তাচার সয্য করতে না পেরে বাপের বাড়িতে এসে নিজের শরিরে কেরোসিন ডেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। মরিয়ম উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন এর ঠেংগারবাম গ্রামে মৃত তৈয়ব আলীর ছেলে আবদুল মান্নন এর স্ত্রী এবং একই উপজেলার বাইশ গাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শামছুল হক এর বড় মেয়ে । শুক্রবার সকাল ১১টার সময় মরিয়মের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে যানাযায় মরিয়ম আজ সকাল ১০টার সময় এক মাত্র ছেলেসহ তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আশে। আশার কিছুক্ষন পরে সবার অগোচরে ঘরের পিচনে বাতরুমের দরজা লাগিয়ে নিজের শরিরে কেরোসিন ডেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। তবে মরিয়ম এর মৃতটি নিয়ে তার পিতার পরিবারের মাযে শোকের মতম সৃষ্টিও হয়। মরিয়মের স্বজনরা বলেন,বেশ কিছু দিন থেকে তার স্বামী মরিয়মকে বিভিন্ন অজুহাতে অনেক মার দর করতো এবং আমরা সামাজিক ভাবে কয়েক বার সমাধান ও করেছি কিন্তু এতে সে ক্ষেনত হয় নাই। সকাল ১০টার দিকে মরিয়ম আমাদের বাড়িতে আশে, সে আশার কিছুক্ষণ পরে আমরা রান্না নিয়ে ব্যস্ত থাকায় হটাত ঘরের পিছন বিকট শব্দে আওয়াজ শুনে আমরা দড়ে গিয়ে দেখি বাতরুমের বিতরে আগুন জলছে তখন আমাদের আত্নচিৎকারে বাড়ীর লোকজনসহ দরজা বেঙ্গে দেখি মরিয়ম আগুনে জলছে তখন সবাই মিলে পানি মারলে আগুন বন্দ হয় সেখানেই তার মৃত হয়।এছাড়াও মরিয়মের ছেলে আবদুল্লা আল ফাহাদ (০৭)বলেন আমার বাবা প্রায় দিন আমার মাকে মারধর করতো এবং গতকাল রাতেও অনেক মারধর করেছে। মনোহরগঞ্জ থানার ওসি তদন্ত বলেন, মরিয়ম নামের এক ছেলে জননীর লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য -মরিয়ম এর স্বামী আবদুল মন্নানের ১ম স্ত্রী ও একই ভাবে মারা যায় বলে জানা যায়