হাটহাজারীতে বন্ধু মহলের উদ্যোগে হযরত আলীর (রঃ) ফাতেহা শরীফ ও কোরআন হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরন করা হয়েছে। গতকাল বিকালে হাটহাজারী সদরস্থ আজিজিয়া হিফযুল কোরআন একাডেমির কক্ষে মেসার্স শাহান শাহ জিয়াউল হক ট্রেডিং এর সহযোগিতায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক হাফেজ সোলেমান।
প্রধান অথিতি ছিলেন,সাবেক পৌর কমিশনার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী পৌরসভার শাখার সাধারন সম্পাদক আশেক রসুল রোকন।এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী পৌরসভার শাখার সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্ট ফোরাম চবির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল বশর,সাবেক সভাপতি মাসুদ আলম রানা,সহ সভাপতি মুনিরুল ইসলাম, হক কমিটির প্রচার সম্পাদক ইরফান আহমেদ, সদস্য এমরান কবির,সানজিদুর রহমান তামিম,মোঃ মামুন।সভায় আলোচকরা সমাজের বঞ্চিত মানুষের পাশে এসে মানব মুক্তির কল্যানে ভুমিকা রাখার উদাত্ত আহবান জানান।সভাশেষে দেশের সার্বিক কল্যান কামনা করে মোনাজাত করা হয।