গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রোপলিটন থানা’র ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতির নামে টাকা আত্বসাতের অভিযোগ।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে অভিযোগ সুত্র ও সরেজমিনে গিয়ে জানা যায় গাজীপুর মহানগরীর স্হায়ী বাসিন্দা ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা (৪৫) এর নামে দোকানের জামানত টাকা ফেরত না দিয়ে তালবাহানা ও আত্মসাৎ করতে পারে এমন অভিযোগ উঠেছে এবং ভুক্তভোগী ইমরান হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘ ১বছর ঘুরে টাকা না পেয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানা যায় অভিযোগকারী ইমরান হোসেন বিগত ১০/০৩/২০২১ইং তারিখে মোঃ আবুল কাশেম মোল্লার একটি টিনসেট মার্কেটে একটি রুম ভাড়া নিয়ে আরমান টেইলার্স নামের একটি কাপড় সেলাইয়ের টেইলারিং প্রতিষ্ঠা করেন এবং প্রতি মাসে পনেরোশত (১৫০০) টাকা ভাড়া পরিশোধ করে এবং একটি ১০০ টাকার এবং ৫০ টাকার মোট ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে ডিড করেন যাতে সাক্ষীগণ এবং মার্কেট মালিক মোঃ আবুল কাশেম মোল্লার স্বাক্ষর থাকে। উক্ত স্ট্যাম্পে লেখা থাকে উক্ত দোকানটি আমাকে ছেড়ে দিতে হলে তিনমাস আগে অবগত করতে হবে। কিন্তু আমাকে মার্কেট মালিক মার্কেট মেরামত করবে বলে আমাকে উচ্ছেদ করার চেষ্টায় লিপ্ত হন নিয়মনীতি না মেনেই।
পরে জানতে পারি অন্যত্রে মোটা অংকের টাকা পেয়ে দোকান তাকে দিয়ে দিয়েছে। এবং আমি আমার টাকা ফেরত চাইলে গত ২০/০৩/ ২০২২ ই তারিখে দক্ষিণ পানিশাইল মোল্লাপাড়া কাশেম মোল্লার সাথে দেখা হলে আমি আমার পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা মৃলক কথাবার্তা বলে এবং মারমুখী আচরণ করে। আমি কোন উপায় না পেয়ে আমি কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ ব্যপারে কাশেম মোল্লার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের কোনো ধরনের ভূমিকা এবং বক্তব্য পাওয়া যায়নি।