চট্টগ্রামের রাউজানে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিশা আকতার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পাহাড়তলী কাতালপুরী মাজার গেট এলাকায়।নিহত শিশু তিশা আকতার (৬) উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭নং ওয়াডের খানপাড়ার টমটম চালক মোহাম্মদ নুরুর মেয়ে।৪ বোনের মধ্যে সে সবার ছোট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় খালার বাড়ী থেকে ফেরার পথে গাড়ী থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে রাঙ্গুনিয়ার দিক থেকে আসা শহরগামী মহিলা চিকিৎসকের প্রাইভেট তাকে ধাক্কা দেয়।স্থানীয়রা তাকে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, শিশু তিশাকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারটি আটক করেছে পুলিশ।