চট্টগ্রাম চন্দনাইশ বরমা ইউনিয়ন এর পশ্চিম বাইনজুরী যুবক্রীড়া সংঘের আয়োজনে ইসলামাবাদী মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা শুক্রবার রাত ৭টায় পশ্চিম বাইনজুরী তৈয়বীয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ৩২টি টিমের অংশগ্রহণে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ৫ নং বরমা ইউপি সদস্য জনাব হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরকল এস.জেড উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,জনাব তানিয়া বদুরুল চৌধুরী,প্রধান পৃষ্টপোশক মো.এমদাত হোসেন,প্রবাশক ক্যানটনমেন্ট ইংলিশ এন্ড কলেজ চট্টগ্রাম ক্যানটনমেন্ট,জনাব শামশুন নাহার,ইউপি সদস্য ৫নং বরমা,জনাব সাইম(পারবেজ),জনাব লোকমান,এছাড়া আরো আন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,আজগর হোসেন।