1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হজ কার্যক্রমে আমার মন্ত্রণালয়ের কেউ ঘুষ নিলে তাকে ফাঁসিতে ঝুলাব ৩৩ প্রকার ওষুধের দাম কমলো আমরা নির্বাচন চাই, সিলেকশন চাই না: ডা. তাহের টেন্ডার বিহীন অর্থ লোপাট মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর  কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না : অর্থ উপদেষ্টা চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত শুধু নির্বাচনের জন্য জুলাই আন্দোলন হয়নি: কিশোরগঞ্জে ফয়জুল করীম জিয়া পরিবার জনপ্রিয়তার ভয়ে, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনেই তাঁর মৃত্যু হয়েছে – আমিনুল হক  ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

স্টাফ রিপোর্টার ::
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৫৯ বার

অন্যায় অত্যাচার জুলুমের বিরদ্ধে আজ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন লাভ বাংলাদেশের পতাকাতলে সেই প্রতিরোধ গড়ে তুলি। লাল সবুজের পতাকা উড়াই বুক ফুলিয়ে। মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করি। দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হইন। দেশকে ভালোবাসুন। দেশকে দুর্নীতিমুক্ত করুন, স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই স্বাধীনতা রক্ষা করার কাজে সবাই যুক্ত হউন।

১৮ এপ্রিল সোমবার লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা ও মহানগরের এক ইফতার মাহফিল ও আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় উক্ত মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল নুর চৌধুরী। বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আলম, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়া, চট্টগ্রাম মহানগর উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী, নিজাম উদ্দিন। সভায় মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, একটি কঠিন দুসময়ে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতার মাহফিল হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়।

আমাদের দোয়া হচ্ছে আমাদের আহাজারি হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুমের বিজয়। সারা পৃথিবী সারা বাংলাদেশ আজ জালেমের খপ্পরে পড়েছে। জুলুমের শেষ নেই, দুঃখী মানুষের, অসহায় মানুষের, নির্যাতিত মানুষের অভাব অভিযোগের শেষ নেই। আজ সিন্ডিকেট মাফিয়া চক্র মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। গ্রামে-গঞ্জে মানুষের ভিটেমাটি দখল করছে এই চক্র। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে, জোর জুলুম করছে, মানুষকে ধরে নিয়ে টাকা আদায় করছে এবং যারা প্রতিবাদি সাংবাদিক আছে তাদেরকে অপমানিত-লাঞ্ছিত করছে। আমরা আল্লাহকে ভয় পাই। আমরা ভয় পাই বলে জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা শুধু মানুষের পক্ষেই কথা বলি না সমস্ত ত্যাগ-তিতিক্ষা করে আমরা এ দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা ভালবাসি । আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, অতীতে যে সব সংগ্রাম হয়েছে তিতুমীরের সংগ্রাম হয়েছে স্বাধীনতা আন্দোলন হয়েছে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এইসব আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে আমরা তাদের উত্তরসূরী। যারা আজকে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করছেন তাদের কারণে আজ আমাদের স্বাধীনতা বিপন্ন।

শ্রীলঙ্কা- নেপালকে ধ্বংস করে দেয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হুংকার ছাড়া হচ্ছে। যেসব মাফিয়া চক্র বিএনপি’র আমলে বিএনপির সঙ্গে ব্যবসা করেছে, জামাতের সাথে ব্যবসা করেছে, আওয়ামী লীগের আমলেও তারা আওয়ামীলীগের সঙ্গে ব্যবসা করছে । সরকারী দলের নাম ব্যবহার করে তারা ব্যবসা করছে, তারা ব্যাংক-বীমা করছে, দেশ থেকে টাকা পাচার করছে। গরীব দুঃখী অসহায় মানুষের সম্পদ লুট করছে। আজকের এই দিনে আমরা অত্যন্ত দুঃখের সাথে একজন দেশ প্রেমিক মানুষ হিসেবে নীরবে বসে থাকতে পারিনা। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে বুঝে নিতে হবে এখন আর সেই দিন নেই।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি তাওহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেকুল ইসলাম, প্রচার সম্পাদক সরোয়ার সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, সদস্য মোহাম্মদ শওকত, রফিকুল ইসলাম লাভলু, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রবিউল হোসাইন, ইসহাক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net