চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন অনুমোন নেয়া নকশার বহির্ভূত ভবন নির্মাণ ও পুকুর ভরাট চেষ্টার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম স্থানীয় রশিদ ভবনের মালিককে এ জরিমানা করেন।
অভিযানকালে পৌর প্রশাসকের নির্দেশে নকশা বহির্ভূত নির্মিত অংশটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আক্তার হোসেন, পৌর কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।