লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের পদোন্নতিজনিত বদলিতে উপজেলা ও পৌর পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, আবদুল আউয়াল, আলী আহমদ, আবদুর রশিদ সওদাগর, নজরুল ইসলাম, ইমাম হোসেন, লাকসাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট মাসুদ হাসান, শাজাহান মজুমদার, মুনসুর আহমেদ মুন্সি, আবু ছায়েদ বাচ্চু প্রমুখ।