মুন্সীগঞ্জের শ্রীনগরে স্পেন প্রবাসী আওয়ামী লীগ নেতা তুহিন আহমেদ কাইয়ুমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাম্মন পাইকসা মিয়া বাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পিয়ারা ভিলার উদ্ভোধন উপলক্ষে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে গ্রামের লোকজন ও গন্যমান্য ব্যক্তিসহ প্রায় ছয়শতাধিক লোক ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন।
এসময় উপস্থিত ছিলেন , শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, কোলাপড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা গোলাপ খান খোকন, মোঃ কায়েশ মিয়া, শহিদুল ইসলাম শাওন, সুমন, শুভ্র, ওপেন, মফিজ মাস্টার, আব্দুল মাবুদ, নভেল ও লিটন প্রমুখ।