জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ‘২২ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ১ এপ্রিল শুক্রবার সীতাকুণ্ড উত্তর বাজারে অবস্থিত মৎস্য আড়তে মৎস্যজীবী এবং আড়তদারদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও জাটকা সংরক্ষণ সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মৎস্য আড়তের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, মেরিন ফিশারিজ চট্টগ্রামের কর্মকর্তা জান্নাতুল নাঈম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ প্রমুখ।
আলোচনা শেষে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে জেলি মিশ্রিত গলদা চিংড়ি সংরক্ষণ করার দায়ে ভাই ভাই মৎস্য আড়তের মালিক মোঃ করিম উদ্দীনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৩০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়।