কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদে এতেকাফে থাকা বয়োবৃদ্ধ আলহাজ্ব আবদুল খালেক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১:২০ ঘটিকার দিকে উপজেলার পেরিয়া ইউনিয়নের রুদ্রচুমা জামে মসজিদে এ ঘটনা ঘটে। অজু শেষে জোহরের নামাজ পড়ার প্রস্তুতি নেয়ার প্রাক্কালে মসজিদে আবদুল খালেক মারা যান বলে তার স্বজনরা নিশ্চিত করেন।
জানা যায়, দুবাই প্রবাসী আবদুল্লাহ আল-মামুনের বয়োবৃদ্ধ পিতা আবদুল খালেক অধিক সওয়াবের আশায় গত শুক্রবার বিকেলে ১০দিনের জন্য রুদ্রচুমা জামে মসজিদে এতেকাফে যান। রবিবার জোহরের নামাজ পড়ার জন্য তিনি অজু শেষে মসজিদে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে তিনি আকস্মিক ঢলে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।