1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে সাবেক মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জয়পুরহাটে সাবেক মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

শাকিল আহমেদ , জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বার

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী (অবসর) ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দুটিতে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে মামলা দুটি করেন বলে সাংবাদিক কে জানিয়েছেন দুদকের উপ পরিচালক মো. মনিরুজ্জামান।

গোলাম মাহফুজ চৌধুরী অবসর আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র। বর্তমানে তিনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা শহরের আলহেরা আবাসিক এলাকার (সরদারপাড়া) বাসিন্দা। তার স্ত্রী শিমুল জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক মেয়র গােলাম মাহফুজ চৌধুরী গত ২০১৯ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনে তার সম্পদ বিবরণীতে ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপণ করে। তিনি অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভােগ-দখলে রেখেছেন।

একইভাবে তার স্ত্রী কামরুন্নাহার শিমুল ৩৬ লাখ ৭ হাজার ১৬৪ টাকার অবৈধ সম্পদ ভোগ-দখলে রেখেছেন। তারা এসব সম্পদের কোনো ব্যাখা দিতে পারেননি। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং ২০১২ সালের ৪ (২) ও ৪ (৩)-এর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি রুজু হয়।

জানতে চাইলে গােলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, গত চার বছর আগে অভিযোগ উঠে। কিন্তু মামলা হয়নি। বর্তমানে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াতে চাওয়ায় ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা। তারা ষড়যন্ত্র করে দুদকের মামলা করিয়েছে। এমনকি স্ত্রীর বিরুদ্ধেও মামলা করিয়েছে।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net